মুশিদহাট প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষার আলো ছড়াচ্ছে

কিশোর বাংলা প্রতিবেদন:     ‘সেবাই হোক মোদের লক্ষ্য’- এ স্লোগান নিয়ে ২০১২ সালে স্থাপিত হয় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুশিদহাট (মালিপাড়া) বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারাও সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। তাদেরও সমাজের অন্যদের মতো স্বাধীনতভাবে চলার ও বসবাস করার মৌলিক অধিকার রয়েছে। আর এ কথাগুলোর সত্যতার প্রমাণ ইতোমধ্যে দিতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে বিদ্যালয়টি। শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছয়টি শ্রেণিতে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশাপাশি সরকারি বিভিন্ন পরীক্ষায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ করানো হচ্ছে।

এসব শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধীনে মডেল টেস্ট পরীক্ষায় অংশ নেয়। চলতি বছর সমাপনী পরীক্ষায় এ বিদ্যালয় থেকে পাঁচজন প্রতিবন্ধী শিশু অংশগ্রহণ করতে যাচ্ছে।