মুখরিত বইমেলার শিশু প্রহর

কিশোর বাংলা প্রতিবেদনঃ আজ শনিবার অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন ও প্রথম শিশুপ্রহর। ছুটির দিন হওয়ায় শিশুরা বাবা-মায়ের সঙ্গে সকাল থেকেই ভিড় করে মেলায়।

শিশু, কিশোর আর অভিভাবকদের উপস্থিতি প্রাণচঞ্চল হয়ে ওঠে বইমেলা। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বর মুখরিত হয়ে ওঠে শিশুদের পদচারণায়।

শনিবার শুরু থেকেই শিশুদের বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সিসিমপুর। হালুম, ইকরি, শিকু ও টুকটুকির নাটিকায় উৎফুল্ল শিশুরা। কেউ হাত মেলাচ্ছে, কেউ ওদের সঙ্গে ছবি তুলছে। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন অভিভাবকরা।

শিশুরা বাবা-মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর শিশু চত্বরে নাচানাচিতে মেতে ওঠে আপন মনে।

সকাল ১১টা থেকে শিশু প্রহর শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত। এই সময়ে মেলায় অগ্রাধিকার পায় শিশু-কিশোররা। বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে অংশ নেওয়া শিশু-কিশোরদের মধ্যে বিজয়ী নির্বাচিত করে বিশেষ উপহার দেওয়া হবে।

শিশু-কিশোরদের বইমেলায় আসতে এবং বই কিনতে উৎসাহিত করতে প্রতি বছর বইমেলায় শিশু-প্রহর ঘোষণা করা হয়। অভিভাববদের সঙ্গে নিয়ে তারা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তাদের পছন্দসই বই কিনে।