কিশোরবাংলাপ্রতিবেদন: মাদক ও বাল্যবিবাহ বিষয়ে কিশোরদের সচেতন করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোর সম্মেলন।’ সোমবার রাজধানীর মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ সম্মেলনের আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় সম্মেলনটি আয়োজন করে মেরী স্টোপস বাংলাদেশ ও বাপসা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশরাফুন্নেসা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র অ্যাডভাইজার মুশফিকা জামান, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপপরিচালক মির্জা কামরুন নাহার এবং মেরী স্টোপস বাংলাদেশের জিএম ইমরুল হাসান খান।
কিশোর সম্মেলনে কিশোর বয়সের বিভিন্ন শারীরিক ও মানসিক সময়ের পরিবর্তন, বাল্যবিবাহের ক্ষতিকর দিক, সাইবার অপরাধ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।