মালায়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান

কিশোর বাংলা প্রতিবেদন: মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়টির দেওয়ান টুংকু চ্যান্সেলর হলঘরে ষষ্ঠবারের মতো এ আয়োজন করে ‘দি স্পেকট্রা ম্যানেজমেন্ট ক্রু’।
মাইনুল, নাজিফা ও অনুরিমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সেলর সায়েদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মালায়া বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আওয়াং বুলগিবা আওয়াং মাহমুদ, অধ্যাপক গোফরান, সারা তানভী ও বাংলাদেশি স্টুডেন্টস নাইটের পরিচালক রাশিক আদিত হায়দার।
অনুষ্ঠানে বাংলা নাচ, গান, ফ্যাশন শো, দলীয় নৃত্য ও বাংলাদেশি ব্যান্ডদল আর্টসেলের গানসহ ছিলো বাংলাদেশি খাবারের মেলা।