কিশোরবাংলাপ্রতিবেদন: বাবাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তারা তার বিন্দুবিসর্গও জানে না। জানে না, মা, বাবার সঙ্গে তাদের আর কোনও দিন দেখা হবে কি না। সব আত্মীয়-পরিজন হারিয়ে তারা কার্যত একা একাই পড়ে রয়েছে একটি শিবিরে। চার পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার শিশু, কিশোর। যাদের কেউই একে অন্যকে চেনে না।
এই শিশুরা মেক্সিকো সহ মধ্য আমেরিকার দেশগুলি থেকে সীমান্ত পেরিয়ে তাদের মা, বাবার হাত ধরে আসতে গিয়েছিল মার্কিন মুলুকে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির ফাঁসে আটকে যায় ওই শিশুদের পরিবার। পরিবার, পরিজন থেকে শিশুদের আলাদা করে নিয়ে তাদের মা, বাবাকে গ্রেফতার করে নিয়ে যায় মার্কিন কাস্টমস দফতর। সেই থেকেই শিবিরে কার্যত অনাথ অবস্থায় দিন-রাত কাটাচ্ছে ওই শিশুরা।
এই শিশুদের জীবনযন্ত্রণার কথা এত দিন বাইরে আসেনি, ট্রাম্প প্রশাসন এত দিন প্রচারমাধ্যমের নজর থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিল বলে।
শিবিরে ঢুকে গোপনে সেই শিশুদের কথা রেকর্ড করে অলাভজনক সাংবাদিক সংস্থা ‘প্রোপাবলিকা’। সেই গোপন রেকর্ডিং সোমবার প্রকাশ পেতেই মার্কিন সীমান্তে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। যার শরিক হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনেক নেতাও।