মাফিয়া-বনকর্মী গুলির লড়াইয়ে মৃত কিশোর

কিশোর বাংলা প্রতিবেদন: ভারতের আলিপুরদুয়ারে বনকর্মীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক কিশোরের। মৃত কিশোরের নাম রাখেন মুণ্ডা (১৭)। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিলটন রেঞ্জের এই ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে কড়া শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা।
সোমবার সন্ধ্যায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিলটনগঞ্জ রেঞ্জ এলাকায় ২০ থেকে ২৫ জন কাঠ মাফিয়াদের সঙ্গে বনকর্মীদের গুলির লড়াই শুরু হয়। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে কাঠ মাফিয়ারা। পালটা গুলি চালান বনকর্মীরাও। পরে বনাঞ্চল ছেড়ে পালিয়ে যায় কাঠ মাফিয়ারা। বনকর্মী ও কাঠ মাফিয়াদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় আদিবাসী কিশোর। গতকাল বিকেলে ঘটনাস্থান থেকে এক কিলোমিটার দূরে রাখেনের মৃতদেহ উদ্ধার হয়।
মৃতদেহ উদ্ধার হতেই মেচপাড়া চা বাগানে উত্তেজনা ছড়ায়। আজ সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। এরপরে গ্রামবাসীরা হ্যামিলটনগঞ্জ রেঞ্জ অফিসে গিয়ে ঘটনাটির প্রতিবাদ জানান। গোটা ঘটনার বিভাগীয় তদন্তেরও দাবি করেছেন তাঁরা।  
মেচপাড়ার বাসিন্দা নিমা লামা বলেন, “মৃত কিশোর জঙ্গলে গোরু চড়াতে গিয়েছিল। তাকে গুলি করে খুন করেছে বনকর্মীরা। ঘটনার বিভাগীয় তদন্ত করতে হবে।” যদিও গ্রামবাসীদের এই অভিযোগ অস্বীকার করেছে বনবিভাগ।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিলটনগঞ্জ রেঞ্জ অফিসের রেঞ্জার নরেশ বিশ্বকর্মা বলেন, “কাঠ মাফিয়াদের গুলি থেকে প্রাণ বাঁচাতে পালটা গুলি ছোড়েন বনকর্মীরা। প্রায় ৩০ মিনিট ধরে চলে দু’পক্ষের গুলির লড়াই।”
কালচিনি থানার ওসি লাকপা লামা বলেন, “মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।”