মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রন্থাগার রাখার সুপারিশ

কিশোর বাংলা প্রতিবেদন: সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রন্থাগার রাখার সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে উপহার হিসেবে বই দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি রেবেকা মমিন। বৈঠকে কমিটি সদস্য প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ, হুইপ মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, বেগম ফজিলাতুন নেসা ও মনোয়ারা বেগম এবং মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্থ অফিস এবং শিশু শিক্ষা ও শিশু সুরক্ষায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ও বাস্তবায়নযোগ্য প্রকল্প সমূহ নিয়ে আলোচনা হয়।