মাদ্রিদে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কিশোর বাংলা প্রতিবেদন: স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন। অ্যাসোসিয়েশনের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে নতুন প্রজন্মের প্রায় দেড় শ শিশু-কিশোর অংশগ্রহণ করে। নিজের দেশ ও বাঙালি জাতির ইতিহাস তুলে ধরাই ছিল প্রতিযোগিতার মূল লক্ষ্য। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী নারী পুরুষ অংশগ্রহণ করেন। তাদের সমাগমে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সহসভাপতি কাজী এনায়েতুর করিম তারেক ,দুলাল সাফা, জাকির হোসেন, জহিরুল ইসলাম, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, মুখলেসুর রহমান দিদার , আবুল কাশেম মুকুল প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক।অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দরের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনির।