কিশোরবাংলাপ্রতিবেদন: অ্যালিটা আন্দ্রে ছোট্ট মিষ্টি মেয়ে। অস্ট্রেলিয়ান বাবা মাইকেল আন্দ্রে এবং রাশিয়ান মা নিক্কা কালানিকোভায়ের কাছে অ্যালিটা সৃষ্ঠিকর্তার আশীর্বাদ। ছোট্টবেলা থেকেই অ্যালিটার রং নিয়ে খেলা করতে ভালো লাগত। সন্তানের এমন আগ্রহে পিতা-মাতাও নিষেধ করেনি।
আর এমন প্রতিভার প্রথম মূল্যায়ন হয় মাত্র ২২ মাস বয়সে। মেলবোর্নে একটি দলীয় চিত্র প্রদশর্নীতে তার চিত্র প্রথম প্রদর্শিত হয়। এর কিছুদিন পরে তার প্রথম একক চিত্র প্রদশর্নী হয় বি.এস.জি গ্যালারী, অস্ট্রেলিয়ায়। সকলকে অবাক করে দিল তার চিত্রকর্মগুলো। শিল্পের ভাষায় যাকে বলে সহমর্মিতা বা হৃদয়স্পর্শি। শিশু শিল্পী তার অনুভূতির ভেতর থেকে যা সৃষ্টি করেছে। তা দশনার্থীদের অনুভূতিতেও নাড়া দিয়েছে, আলোড়ন সৃষ্টি করেছে। শুধু তাই নয়, এই প্রদশর্নী থেকে অ্যালিটা প্রায় ৩০,০০০ ডলারের শিল্পকর্ম বিত্রয় করে।
একটি সফল প্রদশর্নী ও অসংখ্য মানুষের ভালোবাসায় অ্যালিটা নতুনভাবে নিজেকে আবিষ্কার করল। চিত্র সৃষ্টিতে সে বর্ণের মিতব্যয়ী নয়। বিমূর্ত ভাবনার অনুভূতি মূর্ত হয়ে ধরা দেয় তার কর্মে। কখনো রঙের ওপরে সে যুক্ত করে দেয় প্রিয় খেলনা, প্রজাপতির খেলনা বা কাগজ। এটাকে কোলাজ চিত্রকর্ম বলা যায়।