কিশোরবাংলাপ্রতিবেদন:২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নটর ডেম কলেজ এক অভিনব কর্মসূচির আয়োজন করেছে। মা, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রেখে দিবসটি উপলক্ষে কলেজের প্রায় তিন হাজার শিক্ষার্থী তাদের মায়েদের কাছে মাতৃভাষায় চিঠি লিখে নিজেদের অনুভূতি ব্যক্ত করবে। মায়ের কাছে লেখা সেই চিঠি কলেজ কতৃপক্ষ ডাকযোগে পাঠিয়ে দেবে মায়েদের কাছে।
জানা গেছে, কলেজের প্রথম বর্ষের প্রায় ৩১০০ শিক্ষার্থী আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রত্যেকের মায়ের উদ্দেশ্যে চিঠি লিখে কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিবে। কলেজ কর্তৃপক্ষ চিঠিগুলো আগামী ২০ ফেব্রয়ারি তারিখে একযোগে তাদের নিজ নিজ ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেবে।
কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিদ কলেজের এমন উদ্যোগে উচ্ছ¡সিত হয়ে জনান, নটর ডেম কলেজে বাংলাদেশের প্রায় প্রত্যেক অঞ্চল থেকে শিক্ষার্থীরা পড়ালেখা করতে আসে। ফলে তাদের অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন। এতে মায়েদের সাথে তাদের ভাব বিনিময় তেমন একটা হয়ে ওঠে না।
কলেজের উপাধ্যক্ষ ড. ফাদার লেনার্ড শঙ্কর রোজারিও জানান, ২১ শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের মানুষকে তাদের মাতৃভাষা, মা ও মাটিকে ভালোবাসতে শিখিয়েছে। সন্তানের সঙ্গে মা, মাটি ও মাতৃভাষার যে সম্পর্ক তাকে আরও উজ্জীবিত করার জন্য নটর ডেম কলেজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম বর্ষের প্রত্যেক ছাত্র কর্তৃক তাদের নিজ নিজ মায়ের কাছে চিঠি লেখার উদ্যোগ নিয়েছে।
এর মাধ্যমে মায়ের প্রতি শিক্ষার্থীদের সুগভীর ভালোবাসা যেমন প্রকাশ পাবে তেমনি তারা ২১ শে ফেব্রুয়ারির যে গুরুত্ব ও গৌরব সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে।