মন্ত্রণালয়ে ডেকে এনে শিক্ষার্থীকে সহায়তা দিলেন শ্রম প্রতিমন্ত্রী

কিশোর বাংলা প্রতিবেদন: টাকার অভাবে মেডিকেলে পড়ালেখা নিয়ে সঙ্কটে পড়া এক শিক্ষার্থীকে মন্ত্রণালয়ে ডেকে এনে আর্থিক সহায়তা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

সদ্য যশোর মেডিকেলে ভর্তি হওয়া রিপন চন্দ্র রায়ের হতে মঙ্গলবার শ্রম প্রতিমন্ত্রী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ৫০ হাজার টাকার শিক্ষা সহায়তার চেক তুলে দেন।

সরকারি মেডিকেলে ভর্তি হওয়ায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে আগামী তিন বছর তিন লাখ টাকা শিক্ষা সহায়তা পাবেন রিপন।

‘টাকার অভাবে মেডিকেলে পড়াশোনা নিয়ে সংশয়’ শিরোনামে গত ২১ অক্টোবর একটি জাতীয় দৈনিক রিপনকে নিয়ে খবর প্রকাশ করে।

ওই খবর দেখে প্রতিমন্ত্রী মঙ্গলবার মন্ত্রণালয়ে ডেকে আনেন ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার থুমনিয়া গ্রামের পানদোকানী ভবেশ চন্দ্র রায়ের ছেলে রিপনকে।