কিশোরবাংলাপ্রতিবেদন: ‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’- এই স্লোগানকে সামনে রেখে ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন সম্মেলন কক্ষে ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি জানায়, ভোলায় এ বছর দুই লাখ ৫৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৭০ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস দুই লাখ ২৬ হাজার ৫৩০ শিশুকে লাল রঙের ভিাটামিন এ ক্যাপসুল খাওয়ানে হবে।
জেলার সাত উপজেলার স্থায়ী, অস্থায়ী, অতিরিক্ত, মোবাইল ও দুর্গম এলাকার ১১৯টিসহ মোট এক হাজার ৯৯০টি কেন্দ্রে একযোগে আগামী ১৪ জুলাই সকাল ৮টার থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো বলেন, শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক এবং মানসিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের মতো দ্বীপজেলা ভোলায়ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে।