ভারতে দুই কিশোরের বুদ্ধিমত্তায় বাঁচল ট্রেনের যাত্রীরা
কিশোর বাংলা প্রতিবেদন: খেলার ছলে ফল পাড়তে গিয়ে দুই বন্ধুর নজর পড়ে ট্রেন লাইনের দিকে। ভাঙা অংশ দেখে রীতিমতো আঁতকে ওঠে নবম শ্রেণির মঞ্জুনাথ নারায়ণ রেড্ডি ও শশিকুমার বিনায়ক।
ভারতের কর্নাটকের কারওয়ারের কাছ দিয়েই চলে গেছে কোঙ্কান রেল রুট। সেই রেল লাইনের পাশেই বিকেলের দিকে ফল পাড়তে গিয়েছিল কুমতা গ্রামের দুই কিশোর। তখনই তারা দেখে, রেল লাইনের একাংশ ভেঙে গেছে।
সময় নষ্ট না করে দুই কিশোর দৌড়ে পৌঁছে যায় চারশ মিটার দূরের কুমতা রেল স্টেশনে। সেখানে গিয়ে তারা স্টেশনের কর্মকর্তাদের জানায়, ভাঙা লাইনের কথা।
জানা গেছে, মাত্র ৩০ মিনিট পরেই সেই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল মৎসগন্ধা এক্সপ্রেসের। কিন্তু লাইন সম্পূর্ণভাবে সারিয়ে, প্রায় ২ ঘণ্টা ১৬ মিনিট দেরিতে সেই ট্রেন ছাড়া হয়। তার পরে সেই লাইন দিয়ে যায় তিরুঅনন্তপুরম-নিজামুদ্দিন এক্সপ্রেসও।
১৩ বছরের দুই কিশোরের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় কয়েক হাজার যাত্রী। স্বাভাবিকভাবেই তাদের বাহবা জানিয়ে টুইট করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামী। নেটিজেনরাও ওই দুই কিশোরকে প্রশংসায় ভাসাচ্ছেন।