ভারতে থেকে ১৮ তরুণী দেশে

কিশোর বাংলা প্রতিবেদন: ভালো কাজের লোভে তিন বছর আগে ভারতে পাচার হওয়া ১৮ তরুণীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় বিএসএফ তাদের বেনাপোল চেকপোস্টে বিজিবির কাছে হস্তান্তর করে।
ফেরত আসা সবার বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেরত আসা সবাইকে যার যার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে তিন সংগঠন।
বন্দর থানার পরিদর্শক ফিরোজ আহম্মদ জানান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ১২ জন, রাইটস যশোর চারজন ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থা দুইজনের দায়িত্ব নিয়েছে।