কিশোরবাংলাপ্রতিবেদন: জীবনে কোনো দিন মাউন্ট এভারেস্টের নাম শোনেনি, কোনো দিন নিজের গ্রামের বাইরে যায়নি–ভারতের মহারাষ্ট্রের প্রত্যন্ত এলাকার এমন পাঁচ কিশোর-কিশোরী পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়েছে।
প্রায় ১০ মাসের কষ্টকর প্রশিক্ষণ ও অধ্যবসায় শেষে এ বছরের মে মাসে তারা এভারেস্টের চূড়ায় ভারতের পতাকা উড়াতে সক্ষম হয়। এ যেন এক দুঃসাহসিক সিনেমার গল্প!
গ্রামের স্কুলপড়ুয়া কিশোর-কিশোরীদের এভাবে এভারেস্ট জয়ের ঘটনা অত্যন্ত বিরল।
মূলত মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার একজন সরকারি কর্মকর্তা আশুতোষ সলিল প্রথম এ উদ্যোগ নেন। তিনি মহারাষ্ট্র সরকারকে তার পরিকল্পনায় রাজি করান এবং প্রকল্পের জন্য ৪ কোটি রুপি বরাদ্দ নিতে সক্ষম হন। পুরো জেলা থেকে প্রাথমিকভাবে ৪৭ জনকে বাছাই করা হয়। পরে তাদের মধ্য থেকে চূড়ান্ত ১০ জনকে এভারেস্ট অভিযানে পাঠানোর জন্য বাছাই করা হয়। এ ১০ জনের মধ্যে শেষ পর্যন্ত মণীষা ধ্রুভ, উমাকান্ত মাদভী, পরমেশ আলে, বিকাশ সোয়াম ও কাভিদাস কাতমোদ এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম হয়।