বেশি মানুষ যে পথে চলবে, তুমিও সে পথে চলবে

এক দরিদ্র পিতা মৃত্যুর সময় তার পুত্রকে উপদেশ দিলেন, ‘বেশি মানুষ যে পথে চলবে, তুমিও সে পথে চলবে। তাহলে ভাতের অভাব হবে না।’
পিতার মৃত্যুর পর, খাদ্যের খোঁজে পুত্র ঘর হতে বের হলো। দেখল, প্রচুর লোক দল বেঁধে যাচ্ছে। সে তাদের পিছু নিল। তারা সবাই সরকার বিরোধী মিছিলে ছিল। তাই সে তাদের সাথে গ্রেপ্তার হয়ে কারগারে গেল।
পুত্র কারাগারে দিন গুণছে আর পিতার কথা ভেবে প্রলাপ বকছে, ‘বাবা বেশি লোক যে পথে চলেছিল, আমিও সে পথে চলেছি। ভাতের কোনো অভাব নাই! জেলের ভাত খাচ্ছি!’
কৌতুক সংগ্রাহক : রাইসা করিম, মালিবাগ, চৌধুরী পাড়া, ঢাকা।