কিশোরবাংলাপ্রতিবেদন: বিভিন্ন সেমিস্টারে সেরা ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ‘ভাইস চ্যান্সেলর অনার্স লিস্ট স্কলারশিপ’, ‘ডিন অনার্স লিস্ট স্কলারশিপ’ ও ‘নেইমড অনার্স লিস্ট স্কলারশিপ’ দেওয়ার কথা জানানো হয়।
ধানমন্ডিতে ইউল্যাব মিলনায়তনে ভাইস চ্যান্সেলর অনার্স লিস্ট স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড এইচ এম জহিরুল হক সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন ডিন অনার্স লিস্ট স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে।
সবশেষে অনুষ্ঠানে প্রধান অতিথি তাসমিমা হোসেন ও ইউল্যাব উপাচার্য অধ্যাপক জহিরুল ‘নেইমড লিস্ট স্কলারশিপ’ পাওয়া শিক্ষার্থীদের সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইস চ্যান্সেলর ও ডিন অনার্স লিস্ট স্কলারশিপ বৃত্তিপ্রাপ্তরা বিনামূল্যে পরবর্তী সিমেস্টারে পড়ার সুযোগ পাবেন। আর নেইমড অনার্স লিস্ট স্কলারশিপ বৃত্তিপ্রাপ্তরা বিনামূল্যে পড়ার সুযোগের পাশাপাশি বৃত্তিও পাবেন।