কিশোরবাংলাপ্রতিবেদন: জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নোয়াখালী কর্তৃক সেবা সপ্তাহ ও প্রচারাভিযানের শেষ দিনে নোয়াখালী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে প্রতিবন্ধী শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোয়াখালী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রধান ডাক্তার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সাংবাদিক সামসুল হাসান মীরন, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক নাজমুন নাহার, স্বাগত বক্তব্য রাখেন নোয়াখালী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাক্তার নুসরাত ইয়াছমিন।
অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতা বিজয়ী বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।