বিশ্বকাপে মেসি-নেইমারের প্রতি গোলে খাবার পাবে ১০ হাজার শিশু

কিশোর বাংলা প্রতিবেদন: আর মাত্র ১২ দিন। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলবেন মেসি। আর ব্রাজিলের হয়ে খেলবেন নেইমার। এই দু’জনের এক একটি গোল খাবার জোগাবে ক্যারিবিয়ান ও লাতিন আমেরিকা অঞ্চলের স্কুলগুলোর ১০ হাজার শিশুর। গত বৃহস্পতিবার এমন ঘোষণাই দিলো মাস্টার কার্ড।
তারা বলেছে, বিশ্বকাপে মেসি কিংবা নেইমারের এক একটি গোলের বিনিময়ে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ানের সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েদের স্কুলগুলোতে ১০ হাজার টিফিন বিতরণ করবে। আর সেটা তারা দেবে জাতিসঙ্ঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডিব্লিউএফএ) মাধ্যমে। মাস্টার কার্ড ইতোমধ্যে ওই সব অঞ্চলে তিন লাখ খাবার বিরতণ করেছে। এই সংখ্যাটা দিন দিন আরো বাড়ছে।
মাস্টার কার্ডের একজন মুখপাত্র বলেন, ‘লাতিন আমেরিকায় ৪০ মিলিয়নের বেশি লোক ক্ষুধার্ত থাকছে প্রতিনিয়ত। তাদের মধ্যে অনেক শিশু রয়েছে। ক্ষুধাকে পরাজিত করতে, শিশুদের পুষ্টিহীনতা দূর করতে এবং তাদের শিক্ষিত করে তোলা জরুরি। তাহলেই ক্ষুধার যে চক্র সেটা ভাঙা যাবে।’
এই ক্যাম্পেইনের অংশ হতে পেরে গর্ববোধ করছেন মেসি, ‘এমন একটি ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি গর্ববোধ করছি। এটা হাজার হাজার শিশুর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। হাজার হাজার শিশুর মুখে হাসি ফোটাবে।’
ব্রাজিলিয়ান তারকা নেইমারও খুশি, ‘আমরা নিশ্চিত করতে চাই যে এই অঞ্চলের শিশুরা এক প্লেট খাবার পাক। একটু আশা পাক। আমরা লাতিন আমেরিকানরা জানি, একত্রিত হলে আমরা অনেক কিছু করতে পারি। অতীতে এমন নজির আমরা স্থাপন করেছি। একসাথে আমরা ক্ষুধার বিরুদ্ধে লড়াই করতে চাই।’