কিশোরবাংলাপ্রতিবেদন: দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায়েছে জয়া আহসান অভিনীত বিশেষ ছবি ‘পুত্র’। অটিজম বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি উদ্যোগে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘পুত্র’।
অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন বিটিভির মহাপরিচালক হারুন-অর-রশীদ। ইমপ্রেস টেলিফিল্মের তত্ত্বাবধানে এটি নির্মাণ করেছেন সাইফুল ইসলাম মান্নু।
রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছবিটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
তিনি বলেন, তথ্যমন্ত্রণালয়ের নির্দেশে আগামী এক সপ্তাহ দেশের নির্ধারিত হলগুলোতে মুক্তি পাবে চলচ্চিত্রটি। এ এক সপ্তাহ আমরা অন্য কোনো ছবি চালাবো না। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।