বিভিন্ন জেলায় বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত

কিশোর বাংলা প্রতিবেদন: ‘বাল্য বিবাহ নিরোধ’ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করা হয়েছে। পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। এতে মহিলা বিষয়ক কর্মকর্তা রুখসানা মমতাজ, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।
‘বাল্যবিবাহ নিরোধ দিবস’ উপলক্ষে নাটোর প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তারা, ১৮ বছরের আগে কন্যা শিশুর বিয়ে না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
বাল্যবিবাহ নিরোধ দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে মানববন্ধন করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এছাড়া নেত্রকোনা, মৌলভীবাজার, গাজীপুর, নড়াইল,টাঙ্গাইল, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ‘বাল্য বিবাহ নিরোধ’ দিবস পালিত হয়েছে।