বিনামূল্যের পাঠ্যপুস্তক ৮০ শতাংশ বই ছাপা শেষ

কিশোর বাংলা প্রতিবেদন: ২০১৯ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ছাপার কাজ এখন পুরোদমে চলছে। গতকাল পর্যন্ত মোট ৩৫ কোটি পাঠ্যবইয়ের মধ্যে ২৫ কোটির বেশি বই ছেপে সরবরাহ করেছেন ছাপাখানার মালিকরা। গড় হিসেবে প্রায় ৮০ শতাংশ বই পৌঁছে গেছে জেলা ও উপজেলায়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নতুন শিক্ষাবর্ষে সারাদেশের চার কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর জন্য বিনামূল্যের পাঠ্যবই ছাপা হচ্ছে। প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত মোট বইয়ের সংখ্যা ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ কপি। এর মধ্যে প্রাথমিক স্তরের বই ছাপাতে বিদেশি দুটিসহ মোট ৫৪টি প্রতিষ্ঠান এবং মাধ্যমিক স্তরের বই ছাপাতে ১৪৫টি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় এনসিটিবি।

পাঠ্যপুস্তক মুদ্রণের সর্বশেষ অবস্থা সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা গতকাল বলেন, ‘এখন যেভাবে ছাপার কাজ এগুচ্ছে তাতে নভেম্বরের মধ্যে ৯০ থেকে ৯৫ ভাগ বই উপজেলা পর্যায়ে চলে যাবে। ৮/১০টি প্রতিষ্ঠান কিছুটা দেরিতে কার্যাদেশ পেয়েছে; তাদের বইও ৯ ডিসেম্বরের মধ্যে স্কুল পর্যায়ে চলে যাবে।’

আগামী ১০ ডিসেম্বরের আগেই ৯৯ শতাংশ বই স্থানীয় পর্যায়ে পৌঁছে দেয়া হবে। তবে কিছু প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়েছে নির্দিষ্ট সময়ের পরে এসব প্রতিষ্ঠানের কাছে কিছু বই ছাপার জন্য ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে এনসিটিবি।