বিজয় দিবসে চিড়িয়াখানায় প্রবেশে ফি লাগবে না শিশুদের
কিশোর বাংলা প্রতিবেদন: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সরকারি (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ভুক্ত) চিড়িয়াখানাগুলোতে শিশু (অনূর্ধ্ব ১৮) শিক্ষার্থী, এতিম ও প্রতিবন্ধীরা প্রবেশ করতে পারবে। সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের সভাপতিত্বে দিবসটি পালনের প্রস্তুতিসংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলম।
এতে বলা হয়, সভায় মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে আলোকসজ্জাকরণ এবং মন্ত্রণালয়ের উদ্যোগে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল-প্রযুক্তির সর্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।