বিজয়ফুল উৎসবের চূড়ান্ত পর্ব আজ

কিশোর বাংলা প্রতিবেদন: নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার জাতীয় পর্যায়ে শুরু হচ্ছে ‘বিজয়ফুল উৎসব’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে সকাল সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হবে এই উৎসব। বিজয়ফুল (শাপলা) তৈরি, মুক্তিযুদ্ধের গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও চলচ্চিত্র নির্মাণ এই সাতটি বিষয়ের ওপর অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা। প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় কাগজ, কাপড়, প্লাস্টিক শীট ও অন্যান্য উপকরণ দেয়া হবে।

এরপর বিকেল চারটায় শিল্পকলা একাডেমির আয়োজনে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনীতে প্রধান অতিথি থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম। এতে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ।

স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মান্নান ইলিয়াস এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। বুধবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা।