কিশোরবাংলাপ্রতিবেদন: সিনেমার দৃশ্যগুলো এত আকর্ষণীয় ও সহজ মনে হয় যে অনেকেই তার অনুকরণের চেষ্টা করেন। এতে মৃত্যুর ঘটনাও ঘটে। বাহুবলী টু : দ্য কনক্লুশন ছবির শুরুতেই হাতির শুড়ে উঠে পড়েন বাহুবলী চরিত্রে অভিনয়কারী প্রভাস।
সম্প্রতি এই স্টান্ট করতে গিয়ে হাতির গুঁতো খেয়ে আঘাত পেয়েছেন এক কিশোর। ভারতের কেরালায় এ ঘটনাটি ঘটেছে।
পাহাড়ি এলাকায় একা হাতিকে পেয়ে খাতির জমানোর চেষ্টা করে ওই কিশোর ও তার বন্ধুরা। হাতিকে তারা খেতে দেয়, আদর করে। কিন্তু বিপত্তি বাঁধে শুড়ে চড়ার চেষ্টার সময়।
হাতি আচমকাই শুঁড় দিয়ে কিশোরকে ধাক্কা দেয়। এতে কিশোর দূরে ছিটকে পড়েন। সেখান থেকে উঠতে অনেক কষ্ট হয়েছে তার।
পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয়েছিল। যেটি পরে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। জানা গেছে, হাতির শুড়ে উঠার চেষ্টার সময় মাতাল ছিলেন ওই কিশোর।