বাল্যবিয়ে হতে রক্ষা পেল জেএসসি পরীক্ষার্থী
কিশোর বাংলা প্রতিবেদন: ফরিদপুর চরভদ্রাসনে ইউএনওর নির্দেশে বাল্যবিয়ে হতে রক্ষা পেয়েছে জেএসসি পরীক্ষার্থী। জানা যায় চরভদ্রাসনের একটি মাদ্রাসার এই শিক্ষার্থীর ওই দিন ফরিদপুরের একটি কেন্দ্রে জেএসসির শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা শুরু হলে ওই শিক্ষার্থীকে অনুপস্থিত দেখতে পান কেন্দ্র সচিব। তিনি বিষয়টি নিয়ে যোগাযোগ করেন মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে।
অধ্যক্ষ ওই কিশোরীর বাড়িতে যোগাযোগ করে জানতে পারেন তার বিয়ের অনুষ্ঠান চলছে। ওই কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেয়েটির বাল্যবিয়ের বিষয়টি অবগত হয়ে তাৎক্ষনিক চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানাকে জানান। ইউএনও ঢাকায় একটি প্রশিক্ষণে থাকায় এ বাল্য বিবাহ বন্ধ করার জন্য তিনি (ইউএনও) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেন। মাদ্রাসার সনদ অনুযায়ী মেয়েটির বয়স মাত্র ১৩ বছর।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী দুপুর ২টার দিকে ওই বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন প্রক্রিয়া বন্ধ করে দেন। ওই কিশোরীর বাবা মা ও স্থানীয় গণ্যমান্যদের কাছ হতে কিশোরীর বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহের আয়োজন করা হবে না মর্মে মুচলেকা আদায় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী।