বাল্যবিয়ে রোধে কমিউনিটি রেডিওতে অনুষ্ঠান: ব্র্যাক

কিশোর বাংলা প্রতিবেদন: বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বাড়াতে কমিউনিটি রেডিওর মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচারের কার্যক্রম হাতে নিয়েছে ব্র্যাক ।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘কমিউনিটি রেডিওর মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’ শিরোনামে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, দেশের ১৭টি কমিউনিটি রেডিওর মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধ সংক্রান্ত ১১টি বিষয়ের উপর স্থানীয় ভাষায় ১৩টি ম্যাগাজিন অনুষ্ঠান সম্প্রচার করা হবে। নির্ধারিত সময় অনুযায়ী প্রতি শনি ও বুধবার এসব অনুষ্ঠান সম্প্রচার হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন বলেন, “বাল্যবিয়ের কারণে এবার অনেক মেয়ে জেএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাই শুধু আইন প্রণয়ন করে বাল্যবিয়ে প্রতিরোধ সম্ভব নয়। এর পাশাপাশি দরকার সমাজের সর্বস্তরের সচেতনতা। কমিউনিটি রেডিও এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে।”
কমিউনিটি রেডিওর মাধ্যমে যেসব বিষয় প্রচার করা হবে সেগুলো হল- বাল্যবিয়ে, বাল্যবিয়ে প্রতিরোধে বাবার ভূমিকা, শিক্ষক ও সামাজিক নেতাদের ভূমিকা, কমিউনিটির সম্পৃক্ততা, স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের ভূমিকা, সামাজিক গণমাধ্যমের ভূমিকা, এনজিওর ভূমিকা, ছেলেদের সম্পৃক্তকরণ, যৌন হয়রানি এবং বাল্যবিয়ে প্রতিরোধে ‘ভালো শিখন’ তুলে ধরা।
চট্টগ্রাম, মৌলভীবাজার, কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, কুড়িগ্রামসহ মোট ১৭টি স্থানে স্থাপিত কমিউনিটি রেডিওর মাধ্যমে একযোগে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট সব কারিগরি সহায়তা কার্যক্রম পরিচালিত হবে ব্র্যাক – এর জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশনের যৌথ উদ্যোগে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্র্যাক – এর জেন্ডার, জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির সমন্বয়ক নিশাত সুলতানা, বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশনের (বিসিআরএ) মহাসচিব সৈয়দ তারিকুল ইসলাম ও ডিডব্লিউ একাডেমির পরামর্শক লুৎফা আহমেদ উপস্থিত ছিলেন।