বাল্যবিবাহ ঠেকাতে লাল মানবের লাল প্রতিরোধ

কিশোর বাংলা প্রতিবেদন: আনোয়ার হোসেনের সারা গায়ের পোশাক ও অন্যান্য সরঞ্জামে বাল্যবিবাহবিরোধী নানা বার্তা লেখা। লাল শার্টের সামনে লেখা, ‘বাল্যবিয়েকে লাল কার্ড দিন’। ‘বাল্যবিয়েকে না বলুন’। শার্টের পেছনে লেখা, ‘হতে চাই না বিয়ের পাত্রী, হতে চাই স্কুলের ছাত্রী’।
আনোয়ার হোসেন তালুকদার। ৫০ বছর পার হওয়া আনোয়ার হোসেনকে লাল মানব বলা যায়। তাঁর গায়ে লাল শার্ট, লাল পায়জামা, লাল টুপি, লাল জুতা, লাল মাইক, লাল বাঁশি—এমনকি তাঁর বাইসাইকেলটিও লাল রঙের। বাইসাইকেলে লাল রঙের পতাকা।
গতকাল মঙ্গলবার বিকেলে সোনারগাঁও হোটেলে আনোয়ার হোসেন তাঁর বাইসাইকেল এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে হাজির হয়েছিলেন। জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ, জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএসহ বিভিন্ন সংস্থার সহায়তায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় ‘ইচ্ছে ডানা’ নামে ২৬ পর্বের একটি ধারাবাহিক নাটক প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনে।
এ ধারাবাহিক নাটকে দেখা যাবে আনোয়ার হোসেন তালুকদারকে। ইউনিসেফের সহায়তায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত কৈশোরের শক্তি উদ্‌যাপন অনুষ্ঠানে অংশ নিতেই বগুড়ার আনোয়ার হোসেন তালুকদার এসেছিলেন রাজধানীতে।
আনোয়ার হোসেন জানালেন, তাঁর ১৪ ও ১৫ বছর বয়সী দুই ভাগনির বিয়ে হয়ে যায়। দুজনের একটি করে সন্তান হলেই তাদের স্বামী তাদের ফেলে চলে যায়। কিছুদিন পরে তাদের বাবাও মারা যান। চরম দুর্ভোগে পড়ে দুই বোন। এখন তারা পোশাকশিল্প কারখানায় কাজ করছে। বিয়ে নিয়ে বীভৎস অভিজ্ঞতার কারণে তারা আর দ্বিতীয় বিয়ে করার সাহস পায়নি। ওদের কষ্ট দেখে, পত্রপত্রিকায় বাল্যবিবাহের খবর পড়ে এর বিরুদ্ধে কিছু একটা করার তাড়া অনুভব করেন। নিজের একটি আসবাবের দোকান ছিল, তা বিক্রি করে সাইকেল কেনাসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে পথে নামেন।