বাগেরহাটে ২ দিন ব্যাপী শিশু আনন্দ মেলা

কিশোর বাংলা প্রতিবেদন: বাগেরহাটে ২ দিন ব্যাপী শিশু আনন্দ মেলা আয়োজিত হয়েছে। বাগেরহাট শিশু একাডেমীর আয়োজনে ফিতা কেটে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।
পরে শিশু আনন্দ মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন-উল হাসানের সভাপত্বি অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, মুখার্জী রবিন্দ্রনাথ, পিটিআই সুপার রবিন্দ্র নাথ সরকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, দৈনিক পল্লি বার্তার সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি শিশুর মাঝেই নিহিত রয়েছে অমিত সম্ভাবনা। জাতি, ধর্ম, বর্ণ, ধনী-গরীব নির্বিশেষে সকল শিশুর ভেতর লুকায়িত পূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচন করতে ও তাদের সুকুমার বৃত্তির চর্চাকে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন করা হয়েছে।
এটা নিসন্দেহে সরকারের একটি মহতি উদ্যোগ। অনুষ্ঠানে বাগেরহাট পৌর সভার ৯ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবৃতি, ছবি আকা, নাট্যানুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়।