বাংলায় প্রথম থ্রিডি কার্টুন ‘চাচা বাহিনীর আজব কাহিনি’

কিশোর বাংলা প্রতিবেদন: শিশুদের অভিযানের কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে প্রথম ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন সিরিজ ‘চাচা বাহিনীর আজব কাহিনি’। সিরিজটি নির্মাণ করছে ম্যাভেরিক স্টুডিও।
বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা ‘চাচা বাহিনীর আজব কাহিনি’র প্রযোজক। ভ্যাঙ্কুভারের সনি পিকচার ইমেজওয়ার্কসে কাজ করেন রেজা।
চাচা বাহিনীর আজব কাহিনিতে চাচার অবাক করা সব গল্পের ডানায় চড়ে ঝুমঝুমি আর বাবু চলে যায় বিস্ময়কর এক রাজ্যে। সম্প্রতি ইউটিউবে এই কার্টুনের ট্রেলার প্রকাশ করা হয়েছে।
ওয়াহিদ ইবনে রেজা জানান, অ্যানিমেটেড সিরিজ তৈরির খরচ বেশি। স্টুডিওর একার পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। তাই ‘ক্রাউড ফান্ডিংয়ের’ মাধ্যমে সিরিজটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ মিনিট করে দৈর্ঘ্যের প্রথম তিনটি পর্ব নির্মাণে তহবিল প্রদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই প্রযোজক। কার্টুনটির ট্রেলার দেখতে ক্লিক করুন (https://goo.gl/FeuJYT)।