বাংলাদেশের শিশুদের কানের সমস্যা বেশি

কিশোর বাংলা প্রতিবেদন: বাংলাদেশের শিশুদের কানের সমস্যা বিশ্বের যেকোনো দেশের শিশুদের চেয়ে বেশি। বৈশ্বিক গবেষণা বলছে, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী প্রতি লাখ শিশুর মধ্যে ৪ হাজার ৭৪২ জন শ্রবণ-প্রতিবন্ধী বা তারা কোনো না কোনো ধরনের কানের সমস্যায় আক্রান্ত। এই হার বিশ্বের উন্নত-অনুন্নত ১৯৫টি দেশের মধ্যে সবচেয়ে বেশি।
যুক্তরাষ্ট্রের দ্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় গবেষণাটি করেছে গ্লোবাল রিসার্চ অন ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি কলাবরেশন নামের প্রতিবন্ধিতা-বিষয়ক গবেষণার একটি বৈশ্বিক উদ্যোগ।
গবেষকেরা ছয় ধরনের স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত শিশুর আধিক্যের ভিত্তিতে শীর্ষ ১০টি দেশের আলাদা ছয়টি তালিকা প্রকাশ করেছেন। এগুলো হলো শ্রবণপ্রতিবন্ধী, দৃষ্টিপ্রতিবন্ধী, বুদ্ধিপ্রতিবন্ধী, অটিজম, মৃগী রোগী ও মনোযোগহীন অতিচঞ্চলতা (অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাকটিভিটি ডিসঅর্ডার-এডিএইচডি)। এর মধ্যে শ্রবণ সমস্যা, মৃগী রোগ, বুদ্ধিপ্রতিবন্ধিতা ও অটিজমের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশের নাম আছে।