কিশোরবাংলাপ্রতিবেদন: হংকংয়ে চার জাতি জকি ক্লাব মহিলা ফুটবল টুর্নামেন্টে মালয়েশিয়া – কে ১০-১ গোলে হারিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের মেয়েরা।
গত ডিসেম্বরে দেশের মাটিতে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়েছিল এই মেয়েরা।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন তহুরা খাতুন, শামসুন্নাহার ও আনাই মগিনি। একটি করে গোল করেছেন সাজেদা খাতুন, আনুচিং মগিনি, নিলুফা ইয়াসমিন ও শামসুন্নাহার (জুনিয়র)।
প্রথমার্ধেই ৬ গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ১৩ মিনিটে প্রথম গোলটি করেন ডিফেন্ডার সাজেদা। এরপর ১৮ ও ২০ মিনিটে জোড়া গোল করেন তহুরা। ২২ মিনিটে দলের একহালি গোল পূর্ণ করেন শামসুন্নাহার।
এর দুই মিনিট পরে আবার গোল করেন আনাই মগিনি। আর হাফ ডজন গোল পূর্ণ করেন শামসুন্নাহার (জুনিয়র)। ৩৮ মিনিটে তার গোলের পর ব্যবধান দাঁড়ায় ৬-০ তে।
দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে মালয়েশিয়ার একমাত্র গোলটি খায় বাংলাদেশ। তবে এর পরের মিনিটেই জোড়া গোল করে ব্যবধান ৮-১ এ বাড়িয়ে নেন শামসুন্নাহার। ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৯-১ করেন আনাই। আর ম্যাচের শেষ গোলটি হয়েছিল ৭০ মিনিটে, করেছিলেন নিলুফা ইয়াসমিন।