বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র-২’র উদ্বোধন
কিশোর বাংলা প্রতিবেদন: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘শিশু দিবাযত্ন কেন্দ্র-২’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. এস. এম. ইমামুল হকের নতুন অফিস কাম বাসভবনের নিচ তলায় ফিতা কেটে বরিশাল বিশ্ববিদ্যালয় ‘শিশু দিবাযত্ন কেন্দ্র-২’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের সহধর্মিণী মিসেস মন্টি ইমাম হক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিশু দিবাযত্ন কেন্দ্রটি মূলত একটি প্রাক-প্রাথমিক শিক্ষায়তন। এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে শিশুদের গল্পবলা, কবিতা আবৃত্তি, সঙ্গীত চর্চা, অঙ্কণ ও বর্ণমালা পরিচিতির বিষয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা দেবেন। এর পরিচালনায় থাকবেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান হেনা রানী বিশ্বাসের নেতৃত্বে একটি কমিটি। জানুয়ারি ২০১৯ থেকে এ কেন্দ্রটি পুরোপুরি চালু হবে।
কেন্দ্রটি উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা উপাচার্যের এ ধরনের মহতী উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এ ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিশুযত্ন কেন্দ্র-১’ চালু হয়। যেটির উদ্বোধন করেন উপাচার্যের সহধর্মিণী মিসেস মন্টি ইমাম হক।