বরগুনায় পরীক্ষার আগের রাতেও কোচিং বাণিজ্য

কিশোর বাংলা প্রতিবেদন: জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কোচিং বন্ধের নির্দেশনার পরও এসএসসি পরীক্ষা শুরুর আগের রাতে বরগুনায় চলছে রমরমা কোচিং বাণিজ্য।
বুধবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ সংলগ্ন অক্সফোর্ড রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার, কেজি স্কুল সড়কের মেধা কোচিং সেন্টার, বাগান বাড়ি এলাকার উদয়ন স্কুল অ্যান্ড কলেজে সরেজমিনে দেখা যায় কোচিং বাণিজ্যের এ দৃশ্য।
সারাদেশে কোচিং বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তু নির্দেশ না মেনে অমান্য করে বরগুনায় চলছে রমরমা কোচিং বাণিজ্য। বরগুনা জেলায় প্রায় দুই শতাধিক ছোট-বড় কোচিং সেন্টার রয়েছে। যার বেশিরভাগই আইন অমান্য করে পরিচালিত হচ্ছে।
পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধে গত শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে দেশের সব ধরনের কোচিং বন্ধের নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।