বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বায়েজিদ থানা কমিটি গঠন

কিশোর বাংলা প্রতিবেদনঃ শুক্রবার ২৫ অক্টোবর বিকেলে নগরীর অক্সিজেন হোটেল জামানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইয়াছিন আরফাত।

ছাত্রনেতা মঈনুদ্দিন হৃদয়ের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় মোঃ নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সভাপতি সাজ্জাদ হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক কার্যনির্বাহী সদস্য, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্র সংসদের জিএস, ছাত্রনেতা আমিনুল করিম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি জাওয়াদ আলী চৌধুরী, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক সুজন গাজী, অক্সিজেন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সাগর, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাঈন উদ্দীন সোহেল প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ নূর উদ্দীন,জালাল উদ্দীন যুবায়ের, মাঈনুদ্দীন হৃদয়, আলাউদ্দিন সজিব, এনামুল হক মিনহাজ,হাবিবুর রহমান অভি,সাব্বির হোসেন,মোঃ আরিফ উদ্দিন, তৌহিদ হোসাইন রনি,আরাফাত হোসেন রাহাত,আরমান হোসাইন সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে সকলের সম্মতিক্রমে মুহাম্মদ নূর উদ্দীনকে সভাপতি এবং জালাল উদ্দীন জুবায়েরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন প্রধান অতিথি সাজ্জাদ হোসাইন।