ফিচার বগুড়ায় এডওয়ার্ড পার্ক শিশুদের প্রিয় জায়গা July 22, 2018 Kaushik Ahmed এডওয়ার্ড, পার্ক, বগুড়া কিশোর বাংলা প্রতিবেদন: শিশু-কিশোরসহ বড়রাও বেড়াতে ভালোবাসেন বগুড়া এডওয়ার্ড পার্কে। বগুড়ায় শিশু কিশোররা খেলার জন্য বেছে নিয়েছে বগুড়ার এডওয়ার্ড পৌর পার্ক। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় ওদের আনাগোনা। ঘুরতে আসা শিশু বলে, “এখানে আমি প্রায়ই ঘুরতে আসি। আমার সবচেয়ে প্রিয় দোলনায় চড়া। আর এখানকার পাখির কিচিরমিচির শুনতেও আমি ভালোবাসি।” দর্শনার্থীরা জানান, এখানকার সবুজ পরিবেশ তাদের খুব ভালোলাগে। অফিস ফেরত শ্রমজীবী মানুষও বিকালের অবসর সময়ে একটু প্রশান্তি পেতে ঘুরতে আসেন এ পার্কে। পার্কটিতে ঢুকতে কোনো টিকেট লাগে না। পার্কের আকর্ষণ, পুকুর, ব্যায়ামাগার, পাখির কিচিরমিচির, সবুজ বাগান, ভাস্কর্য ও কৃত্রিম ঝর্ণাসহ আরো অনেক কিছু। Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window) Related