বকুনির ভয়ে বাড়ি পালিয়ে দুঃসাহসিক তিন মাস

কিশোর বাংলা প্রতিবেদন: বাবার বকুনির ভয়ে পালিয়ে চাঁদপুর, ভোলা, ঢাকা ঘুরে নীলফামারী। পালিয়ে বেড়ানো সাড়ে তিন মাস সময়ে করতে হয়েছে দোকানে দোকানে পানির টানার কাজ। 
শেষ পর্যন্ত বাবা-মার মৃত্যুর মিথ্যে গল্প সাজিয়ে নীলফামারীর এক পরিবারে আশ্রয় জুটিয়ে নিয়েছিল দশ বছর বয়সী ফয়সাল হোসেন।
এত কিছু করেও শেষ রক্ষা হয়নি। ঠিকই তাকে খুঁজে বের করে বাবার হাতে তুলে দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 
পিরোজপুর জেলার কলাখালী ইউনিয়নের উদয়কাঠি গ্রামের হাফিজুর রহমানের ছেলে ফয়সাল নগরীর চান্দগাঁও থানার কাজীর হাট মুন্সি বাড়ি এলাকায় পরিবারের সাথে থাকত। নগরীর চান্দগাঁও থানার চররাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত সে।
গত ২৫ এপ্রিল তার ইংরেজি পরীক্ষা ছিল। বিকালে পরীক্ষা হবে এমনটা ভেবে ওইদিন বেলা সোয়া ১১টায় সে বাসা থেকে বের হয়। স্কুলে গিয়ে জানতে পারে সকালেই পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষা দেয়নি শুনলে বাবা অনেক মারবে এই ভয়ে সে আর বাড়ি ফেরিনি।