ফ্রান্সে বাংলা স্কুলে শহীদ দিবস পালন

কিশোর বাংলা প্রতিবেদন: ফ্রান্সে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও ফ্রেঞ্চ বাংলা বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। স্থানীয় সময় রোববার বিকেলে প্যারিসে স্কুলের হলঘরে দিবসটি উপলক্ষে অস্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখার সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া জামিলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক অয়ন শাহ ও সোনিয়া।
আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধা সংহতি পরিষদের সহ সভাপতি কামরুল হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন খান হাজারী, কোষাধ্যক্ষ আনোয়ারুল হক, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, ফ্রান্স ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ সারোয়ার ও জুয়েল আহমেদ।