ফোর্বসের ইউটিউবের সেরা ধনীর তালিকায় শিশু!

কিশোর বাংলা প্রতিবেদন: এবার ‘ফোর্বস’ প্রকাশ করল জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ইউটিউবের সেরা ধনীদের তালিকা। আর সেই তালিকায় সবাইকে ছাপিয়ে এক নম্বরে যাকে দেখা যাচ্ছে, তাতেই চমকে গেলেন সবাই।

ধনীদের তালিকার শীর্ষে রয়েছে সাত বছরের এক শিশু। ‘ফোর্বস’ প্রকাশিত তালিকাতে প্রথম স্থানে রয়েছে রায়ান। ইউটিউবে রায়ান তার চ্যানেল ‘রায়ান টয় রিভিউ’র মাধ্যমে বিভিন্ন খেলনার রিভিউ করে থাকে।

এভাবেই বাকিদের পেছনে ফেলে দিয়েছে সে। বর্তমানে এই চ্যানেলের গ্রাহক সংখ্যা দুই কোটির কাছাকাছি। এই চ্যানেলেই রায়ানের একটি ভিডিও রয়েছে, যেখানে একটি বিশাল গোলকের মধ্যে ছিল ১০০টি খেলনা গাড়ি।

ডিজনি পিকচার’-এর তরফ থেকে এই কার সিরিজ দেয়া হয়েছিল রায়ানকে। এক বছর আগেও এই ভিডিয়র ভিউ সংখ্যা ৮০০ মিলিয়নেরও বেশি। এবং এই ভিডিয়টিই রায়ানকে রাতারাতি ইউটিউব স্টার বানিয়ে দেয়। তিন বছর বয়স থেকেই রায়ান এই খেলনা ‘রিভিউ’ করছে।

অবশ্যই তার পরিবারের সাহায্যে। তার চ্যানেলে বলা হয়েছে যে, রায়ান সব ধরনের খেলনা নিয়েই খেলতে ভালবাসে। তবে গাড়ি, ট্রেন, সুপারহিরোরা তার সব থেকে প্রিয়। ২০১৭ সালের ফোর্বসের ইউটিউব ধনী তালিকায় রায়ান ছিল অষ্টম স্থানে।