কিশোরবাংলাপ্রতিবেদন: ফেনীতে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শহরের একটি হোটেলের কনফারেন্স হলে ফেনী সেন্ট্রাল হাই স্কুল ১৯৯৫ ব্যাচের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ উপ-কমিটির আহ্বায়ক মো. আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উজেলা শিক্ষা অফিসার মো. সাইফুর রহমান।
ফেনী জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক কাজী আরিফ রুবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ফেনী প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ফেনী মডেল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক কাজী ওয়াজী উল্লাহ, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা তাজুল ইসলাম, বিজয় সিংহ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, দক্ষিণ চাড়িপুর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
অনুষ্ঠানে ফেনী সেন্ট্রাল প্রাইমারী, ফেনী মডেল প্রাইমারী, বিজয় সিংহ প্রাইমারী, পূর্ব মধুপুর প্রাইমারী, দক্ষিণ চাড়িপুর প্রাইমারী, ফেনী আলীয় প্রাইমারী, রামপুর প্রাইমারী, রামপুর হাজী সামছুল হক প্রাইমারী, মধুপুর প্রাইমারী স্কুলের ১০৫ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ফেনী সেন্ট্রাল হাই স্কুল ১৯৯৫ ব্যাচের উদ্যোক্তারা জানান, শিক্ষাসহ সকল মানবিক কর্মকাণ্ডে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।