কিশোরবাংলাপ্রতিবেদন: টাইব্রেকারে জিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের শিরোপা জিতেছে ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের পেকুয়ার পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবারের ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে ময়মনসিংহের নান্দাইলের পাঁচরুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারায় দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।
ছেলেদের বিভাগে ভুলবাড়িয়ার শিহাব উদ্দিন এবং মেয়েদের বিভাগে ভুরুঙ্গামারীর সরলিকা পারভিন সেরা খেলোয়াড় হয়েছেন।
৩ গোল নিয়ে উজান্তিয়ার রিফাত ও ৭ গোল নিয়ে দোহারোর তাহমিনা খাতুন উন্নতি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।