প্রাথমিক সমাপনীতে ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে
কিশোর বাংলা প্রতিবেদন : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ এবং পাসের হার উভয় দিক থেকেই ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে রয়েছে। আজ শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পঞ্চম শ্রেণিতে মোট ২৮ লাখ ৬ হাজার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়।
এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৯৬ হাজার ২১৬ জন। যাদের ১২ লাখ ৩৯ হাজার ১৮১ অর্থাৎ ৪৫ দশমিক ৯৬ শতাংশ ছেলে।
আর মেয়ে পরীক্ষার্থী ১৪ লাখ ৫৭ হাজার ৩৫ জন অর্থাৎ ৫৪ দশমিক ৪ শতাংশ মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সব বিষয়ে উত্তীর্ণ হয় ২৫ লাখ ৬৬ হাজার ২৭১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১১ লাখ ৭৬ হাজার ৩৩০ জন ছাত্র অর্থাৎ ৪৫ দশমিক ৮৪ শতাংশ ছাত্র উত্তীর্ণ হয়। আর মেয়ে শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে ১৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন অর্থাৎ ৫৪ দশমিক ১৬ শতাংশ।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ঝরে পড়েছে ১ লাখ ৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী। কেননা, পঞ্চম শ্রেণিতে মোট ২৮ লাখ ৬ হাজার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য তালিকাভুক্ত হয়। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৯৬ হাজার ২১৬ জন।
অর্থাৎ ১ লাখ ৯ হাজার ৮৮০ জন শিক্ষার্থী ঝরে পড়েছে। এর মধ্যে ৫৯ হাজার ৫৯৭ জন ছেলে এবং মেয়ে হচ্ছে ৫০ হাজার ২৮৩ জন। মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার হারও কম।
প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল শিক্ষা অধিপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd অথবা http://dperesult.teletalk.com.bd এ পাওয়া যাবে। যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমেও তাৎক্ষণিক ফল জানা যাবে।