কিশোরবাংলাপ্রতিবেদন: বিশ্বের বিভিন্ন দেশের শরণার্থী কেন্দ্রের ৪০ লাখের বেশি শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউ.এন.এইচ.সি.আরের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর বিভিন্ন শরণার্থী কেন্দ্রগুলোতে ৫ লাখ করে শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
২০১৭ সালে আড়াই কোটির বেশি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। এরমধ্যে প্রায় ৭৫ লাখই শিশু। সারাবিশ্বে ৯২ শতাংশ শিশু প্রাথমিক শিক্ষার সুযোগ পেলেও মোট শরণার্থী শিশুর ৬১ শতাংশ প্রাথমিক শিক্ষার সুযোগ পেয়েছে।
এছাড়া, মাত্র ২৩ শতাংশ শরণার্থী শিশু উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে। এমন অবস্থায় অসহায় শরণার্থী শিশুদের শিক্ষায় দাতা দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।