কিশোরবাংলাপ্রতিবেদন: শিশুদের জন্য প্রাণঘাতী হয়ে উঠছে ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী এডিস মশা। চলতি বছর রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। বছরের শুরুতে জানুয়ারিতে একজন, জুন মাসে তিনজন ও জুলাই মাসে তিনজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন প্রাপ্তবয়স্ক নারী ও ৩ জন শিশু।
রাজধানীর আগারগাঁওয়ের ঢাকা শিশু হাসপাতালে চলতি মাসে প্রথম ও দ্বিতীয় সপ্তাহে দুই শিশু ও রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে আরেকজনসহ মোট তিন শিশুর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
জুন থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু বাহক এডিস মশার উপদ্রব বড়ে। থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজনন স্থানগুলোতে লার্ভা জন্মে। ডেঙ্গু জ্বর নিরাময়যোগ্য হলেও এ জ্বরে আক্রান্তদের মধ্যে নারী ও শিশুদের ঝুঁকি বেশি। এডিস মশা সাধারণত বাসাবাড়িতে ফুলের টব, টায়ার, ফ্রিজ, এসিতে জমে থাকা পানিতে জন্মায়।
তবে ডেঙ্গু থেকে বাঁচতে করণীয় বিষয়েও কথা বলেছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। তারা জানান, ডেঙ্গু থেকে বাঁচতে হলে যেসব জায়গায় মশা জন্ম নেয়, ওইসব জায়গা পরিষ্কারে নগরের প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। নিজ বাড়ির আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখতে হবে। মশার ওষুধ ছিটানোর পাশাপাশি ঘুমানোর সময় প্রয়োজনে মশারি টানাতে হবে।