প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার
কিশোর বাংলা প্রতিবেদন: এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে কেউ জড়িত থাকলে তাকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। রোববার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ ঘোষণা দেন।
গত বৃহস্পতিবার সারাদেশে শুরু হওয়া ওই পরীক্ষার দুটি বিষয়ের প্রশ্ন ফাঁস হয় বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে সচিবালয়ে কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, যারা এর সঙ্গে সম্পৃক্ত, যারা অপরাধী তাদেরকে ধরিয়ে দিতে পারলে, চিহ্নিত করে দিতে পারলে, সঠিক প্রমাণিত হলে ৫ লাখ টাকা পুরষ্কার দেওয়া হবে।
বৈঠকে যে দুটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই দুটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা, তা যাচাই–বাছাই করে দেখতে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়াচ্ছে যারা, তারা ধরা পড়বেই। এটা সময়ের ব্যাপার মাত্র। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছড়ানো বন্ধের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীরের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের উচ্চপর্যায়ের কমিটিতে থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিটিআরসি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখা এবং শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা।