কিশোরবাংলাপ্রতিবেদন: বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে সমালোচনার মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে ফাঁস হওয়া প্রশ্নের পেছনে ‘না’ ছোটার প্রতিশ্রুতি নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন সচিব।
সোমবার রাজধানীর পাঠ্যপুস্তক উৎসবে জড়ো হওয়া শিক্ষার্থীদের প্রতিশ্রুতিবদ্ধ করার পাশাপাশি অভিভাবকদেরও তা থেকে দূরে থাকার আহ্বান জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।
বিদায়ী বছরে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস রীতিমত ভয়াবহ পর্যায়ে পৌঁছায়। বিভিন্ন পাবলিক বা প্রতিযোগিতামূলক পরীক্ষার আগেই প্রশ্নপত্র আসে ফেইসবুকে। আর সেই প্রশ্ন সংগ্রহ করে সন্তানের হাতে তুলে দেখা গেছে অভিভাবকদেরও।
আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বই উৎসবের বক্তৃতায় সচিব সোহরাব হোসাইন বলেন, “প্রশ্ন ফাঁসের মাধ্যমে একটি গোষ্ঠী আমাদের শিশুদের ধ্বংস করে দিচ্ছে।
“আমি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানতে চাই, তোমরা নকল করবে?”
তখন শিশুরা সমস্বরে জবাব দেয়, ‘না’।
এরপর সচিব জানতে চান, “তোমরা প্রশ্ন ফাঁসের পেছনে ছুটবে?”
দ্বিতীয়বারেও শিশুরা উচ্চস্বরে ‘না’ বলে জবাব দেয়।
শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার জাতীয় পর্যায়ে এই পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।