প্রধানমন্ত্রী ট্রাস্ট উপবৃত্তি পেল পৌনে ৩লাখ শিক্ষার্থী

কিশোর বাংলা প্রতিবেদন:দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়ারোধে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে চলতি বছরের জন্য লাখ ৭৯ হাজার ২৭২ জন শিক্ষার্থীকে ১৫১ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৪০০ টাকার উপবৃত্তি দেওয়া হচ্ছে

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে স্নাতক (পাস) সমমান পর্যায়ের ছাত্রছাত্রীদের মধ্যে ১২ জনকে প্রত্যেকে চার হাজার ৯০০ টাকা করে উপবৃত্তি বিতরণ করা হয়

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং কারিগরি মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা হস্তান্তর করেন বাকি শিক্ষার্থীরা ডাচবাংলা ব্যাংকেররকেটএবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির টাকা পাবেন

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বি এম জাকির হোসাইন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক . সৈয়দ মো. গোলাম ফারুক এবং ডাচবাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ সময় উপস্থিত ছিলেন

এবার উপবৃত্তি পাওয়া লাখ ৭৯ হাজার ২৭২ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী লাখ হাজার ২৯০ ছাত্র ৭৩ হাজার ৯৮২ জন