প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেল প্রতিবন্ধী শিশু

কিশোর বাংলা প্রতিবেদন: ছবি এঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে এক লাখ টাকা পেয়েছে ঝালকাঠির বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশু।
জেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে রাফিস আমান নামের ওই শিশুকে উপহারে চেক তুলে দেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক।
তিনি বলেন, আমান ভালো ছবি আঁকে। তার আঁকা একটি ছবি ২০১৭ সালের বড় দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্রে ব্যবহার করা হয়। এ জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ শিশু আমানকে এ শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
আমান ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠী এলাকার মো. শাহীন হোসেনের একমাত্র ছেলে। সে ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।