প্রথম স্কুলে যাওয়া শিশুর জন্য প্রস্তুতি

কিশোর বাংলা প্রতিবেদন: প্রথম স্কুলে যাওয়ার আগে শিশু এবং অভিভাবক দুজনেরই কিছু প্রস্তুতির প্রয়োজন। যেহেতু সম্পূর্ণ অপরিচিত একটা পরিবেশে শিশুদের দিনের একটা নির্দিষ্ট সময় একা থাকতে হবে। তাই বেশ আগে থেকেই শিশুকে স্কুলের জন্য মানসিকভাবে তৈরি করতে হবে।

গল্পের ছলে শিশুকে স্কুলের বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচয় করানো যেতে পারে। বাড়ি থেকে স্কুলের কোন কোন বিষয়গুলো আলাদা, সেসব বেশ আগে থেকেই তাকে জানিয়ে রাখুন। স্কুলের নিয়ম-কানুনের বিষয়েও তাকে জানিয়ে রাখুন। ভাই-বোন কিংবা বাড়ির অন্য কেউ স্কুলে গেলে তার গল্প শোনাতে পারেন।

কিংবা আপনার ছোটবেলার স্কুলের গল্প করুন। সম্ভব হলে ক্লাস শুরুর আগেই দু-এক দিন শিশুকে তার স্কুলে নিয়ে যান। ক্লাসরুম, শিক্ষক ও আয়াদের সঙ্গে পরিচয় করান। স্কুলের চারপাশের পরিবেশ, খেলার মাঠ বা খেলাধুলার সরঞ্জাম দেখানো যেতে পারে। এতে শিশুর মনে স্কুল নিয়ে ভয় বা উত্কণ্ঠা অনেকটাই কেটে যাবে।

স্কুলের জন্য ব্যাগ, বই-খাতা, পেনসিল বক্স, টিফিন বক্স, পানির পটসহ বেশ কিছু শিক্ষা অনুষঙ্গ দরকার হয়। শিশুকে স্কুলে আগ্রহী করতে এই কেনাকাটায় শিশুকে সঙ্গে রাখুন। কেনাকাটায় তার পছন্দকে প্রাধান্য দিন।

 এতে শিশুর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ বাড়বে। বাড়িতে ব্যবহূত খাতা, পেনসিল, কাটার, রাবার ইত্যাদি থেকে স্কুলের অনুষঙ্গগুলো আলাদা করুন। স্কুলড্রেসও কিছুদিন আগেই বানিয়ে নেওয়া ভালো। কয়েক দিন আগেই শিশুকে স্কুলড্রেস পরিয়ে অভ্যাস করানো যেতে পারে। শিশুকে নিজে নিজে স্কুলড্রেস পরা এবং স্কুলব্যাগ গোছাতে উত্সাহ দিন।