কিশোরবাংলাপ্রতিবেদন: বাংলাদেশের জেলা-উপজেলা পর্যায়সহ প্রত্যন্ত অঞ্চলেও সরকারিভাবে শিশু সংগঠন প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বর্তমান সরকারের মেয়াদ পূর্তির আগেই এই উদ্যোগ নিতে শিশু একাডেমিতে প্রস্তাব তোলার পাশাপাশি তা বাস্তবায়নে অর্থ যোগানেরও ঘোষণা দিয়েছেন তিনি।
বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন- ২০১৭ এর উদ্বোধন করে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, “এই মুহূর্তে দেশে কোনো শিশু আন্দোলন নেই, শিশু সংগঠন নেই, এটি সৃষ্টি করা প্রয়োজন।
“শিশুদের বিষয় দেখার জন্য আমাদের শিশু একাডেমি নামে একটি প্রতিষ্ঠান আছে। তাদের মাধ্যমে বোধহয় আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিশু প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, একটা শিশু আন্দোলন শুরু করতে পারি।”
অর্থমন্ত্রী বলেন, “একটা শিশু আন্দোলন গড়ার জন্য আমি অবশ্যই শিশু একাডেমির সঙ্গে আলাপ করব। আমার লক্ষ্যমাত্রা হবে আগামী বছরের মধ্যেই আমরা যাতে একটা শিশু সংগঠন… আমাদের জেলা-উপজেলায়, বিভিন্ন জায়গায় গড়ে তুললে খুবই ভালো হবে।”
দেশে শিশু আন্দোলন গড়ে তোলার জন্য শিশু একাডেমির কাছে নিজেই প্রস্তাব উপস্থাপন করবেন জানিয়ে মুহিত বলেন, “সেজন্য প্রয়োজনীয় কিছু রশদ সুবিধার ব্যবস্থা ইত্যাদি আগামী বছরে আমাদের (সরকারের) মেয়াদ শেষ হওয়ার আগেই শুরু করার চেষ্টা করব।”
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিশু সাহিত্যিক রফিকুল হক এবং চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক হাসেম খান ও রফিকুন্নবীকে সম্মাননা সনদ, ক্রেস্ট এবং প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের ৩০০ জন শিশু সাহিত্যিক যোগ দিয়েছেন। এই অনুষ্ঠানে শিশু সাহিত্যিকদের লেখা নিয়ে ‘তেপান্তর’ নামে একটি প্রবন্ধেরও মোড়ক উন্মোচন করা হয়।